ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কাজিপুরে যমুনায় নিখোঁজ হওয়ার দু'দিন পর নারীর মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
কাজিপুরে যমুনায় নিখোঁজ হওয়ার দু'দিন পর নারীর মরদেহ উদ্ধার 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীতে নিখোঁজ হওয়ার দু’দিন পর চায়না খাতুন (৫২) নামে এক নারীর মরদেহ পাওয়া গেছে।  

রোববার (২১ মার্চ) দুপুরে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের রতনকান্দি হাট এলাকায় যমুনা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় জনগণ।

চায়না খাতুন কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল গ্রামের আলিমুদ্দীনের স্ত্রী।  

মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম জানান, শুক্রবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বিলচতল বেড়িবাঁধের কাছে কাজিপুর ও বগুড়ার ধুনট উপজেলার জিরো পয়েন্টে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন চায়না। পরদিন রাজশাহী থেকে ডুবুরি দল এসে দিনভর খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ফিরে যায়। রোববার দুপুরে তার মরদেহ রতনকান্দি হাট এলাকায় ভেসে উঠলে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে নিয়ে যান স্বজনরা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।