নাটোর: কৃষি জমিতে পুকুর খনন ও মাটি পরিবহনের দায়ে নাটোরের নলডাঙ্গায় দু’জনকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২১ মার্চ) দুপুরে উপজেলার মোমিনপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন।
দণ্ডপ্রাপ্ত দু’জন হলেন- মো. মাহফুজুর রহমান ও মোহাম্মদ সাহেদ।
নাটোর জেলা প্রশাসক (ডিসি) মো. শাহরিয়াজ বাংলানিউজকে জানান, নাটোরের নলডাঙ্গার মোমিনপুর ও জেলা সদর উপজেলার ছাতনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন। অভিযানে মোমিনপুর এলাকায় কৃষি জমিতে অনুমতি ব্যতিত পুকুর খনন ও মাটি পরিবহনের অভিযোগে মাহফুজুর ও সাহেদ নামে দু’জনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সদর উপজেলার মির্জাপুর দীঘা গ্রামে মাটি খননের স্থানে গিয়ে কাউকে না পেয়ে একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এসআরএস