ঢাকা: জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ বলেছেন, শরণার্থী ও সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ-জর্ডান একযোগে কাজ করবে।
রোববার (২১ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
রাজধানীর প্যারেড স্কয়ারে আয়োজিত এই অনুষ্ঠানে জর্ডানের বাদশার পক্ষ থেকে ভিডিও বার্তা পাঠ করেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি।
ভিডিও বার্তায় জর্ডানের বাদশা বলেন, ৫ দশকে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন লাভ করেছে। এই উন্নয়নের পেছনে রয়েছে জনগণের সহনশীলতা ও দূরদর্শী নেতৃত্ব। আগামী দিনে শান্তি ও সহনশীলতা বজায় রাখলে বাংলাদেশে আরও উন্নয়ন ঘটবে।
তিনি বলেন, ওআইসিসহ বিভিন্ন ফোরামে বাংলাদেশ-জর্ডান শান্তি ও সংঘাত মোকাবিলায় একযোগে কাজ করছে। ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় দুই রাষ্ট্র সমাধান নীতিতে আমরা একযোগে কাজ করতে চাই।
প্যারেড স্কয়ারে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। রোববার পঞ্চম দিনের আলোচনার প্রতিপাদ্য ছিল ‘ধ্বংসস্তূপে জীবনের গান’।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
টিআর/এইচএডি/