ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

২৪ মার্চ দেওয়া হচ্ছে না স্বাধীনতা পুরস্কার 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
২৪ মার্চ দেওয়া হচ্ছে না স্বাধীনতা পুরস্কার 

ঢাকা: আগামী ২৪ মার্চ স্বাধীনতা পুরস্কার দেওয়ার কথা থাকলেও সেই অনুষ্ঠান বাতিল করেছে সরকার।

তবে স্বাধীনতা পুরস্কার দেওয়ার তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে রোববার (২১ মার্চ) এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে জানানো হয়, এবছর নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২১ প্রদান উপলক্ষে ২৪ মার্চ এ অনুষ্ঠান আয়োজনের কথা ছিল।

‘অনিবার্য কারণবশত স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ পরিবর্তন হয়েছে। অনুষ্ঠানের পরিবর্তিত তারিখ পরে জানানো হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। ’

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ২০২১ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে গত ৭ মার্চ তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।