ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার পৃথক তিনটি ইউনিয়নে তিন রোহিঙ্গা যুবকের নাম ভোটার তালিকাভুক্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রকৃত পরিচয় গোপন করে ভোলা জেলার বাসিন্দা হিসেবে তারা ভোটার হয়েছেন।
বিষয়টি জানতে পেরে তাদের যাচাই-বাচাই করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
রোহিঙ্গা যুবকরা হলেন- মুজিব নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে মো. সজিব (১৮) বাবা আব্দুস সাত্তার ও মাতা বকুল বেগম, মাদ্রাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে মো. রাসেল (২২) বাবা তোফায়েল মা রাশিদা ও নজরুল নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে মো. জুয়েল (২৫) বাবা মো. রতন মা আয়শা বেগম।
এরা নিজেদের প্রকৃত পরিচয় গোপন রেখে স্থানীয় দালালদের মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে। তাদের এনআইডি নাম্বারগুলো হলো- ৪৬৫৯৯৫১১৪১, ৪২০৩১৪৭০৪৮ ও ১৫০৯৬৬৯৯১৫।
উপজেলার তিনটি ইউনিয়ন থেকে জন্ম সনদ ও নাগরিক সনদ নিয়ে তিন রোহিঙ্গা ভোটার তালিকায় নিবন্ধিত হয়েছে।
বিষয়টি জানতে চাইলে চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, তিন জন রোহিঙ্গা যুবক চরফ্যাশন থেকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। নির্বাচন কমিশন তাদের সব ডকুমেন্ট যাচাই-বাচাই করতে নির্দেশ দিয়েছে। আমরা সেই কাজ করছি। যদি যাচাই বাছাই শেষে প্রমাণিত হয়, তাহলে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ভোটার তালিকায় রোহিঙ্গা যুবকের নাম তালিকাভুক্ত হওয়ার ঘটনায় পুরো উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ২০২১
আরএ