ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মোবাইলে গেম খেলা নিয়ে বিরোধে স্কুলছাত্র খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
মোবাইলে গেম খেলা নিয়ে বিরোধে স্কুলছাত্র খুন

যশোর: মোবাইল ফোনে গেম খেলা নিয়ে বিরোধের জেরে সহপাঠীর ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম রাকিব (১৫) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে।

রোববার (২১ মার্চ) রাতে যশোর সদরের ইছালি ইউনিয়নের এনায়েতপুর ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে।

নিহত রাকিব এনায়েতপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। সে স্থানীয় হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। এই ঘটনায় অভিযুক্তের নাম মো. সোহান। সে একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, মোবাইলে গেম খেলা নিয়ে সমবয়সী দুইজনের মধ্যে গণ্ডগোল হয়। একপর্যায়ে রাকিবের বুকে ও পেটে ছুরিকাঘাত করে সোহান। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতকে আটকের চেষ্টা করা হচ্ছে। মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, রোববার রাত ৯টার দিকে রাকিব ও তার চাচাতো ভাই পারভেজসহ সমবয়সী কয়েকজন এনায়েতপুর গ্রামের ঈদগাহ মাঠে বসে মোবাইলে গেমস খেলছিল। হঠাৎ রাকিবের সঙ্গে সোহান নামে একজনের হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে সোহান ছুরি বের করে রাকিবকে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এতে রাকিবের বুকের ডানপাশ ও পেটের বাঁ পাশ ছুরির আঘাতে রক্তাক্ত হয়। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৫৪৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
ইউজি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।