ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।
সোমবার (২২ মার্চ) সকাল ১০টায় নেপাল এয়ারলাইন্সের স্পেশাল ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ৷এ সময় বিদ্যা দেবী ভান্ডারীকে স্বাগত জানিয়ে ২১ বার তোপধ্বনি দেওয়া হয়।
বিমানবন্দরে নেপালের রাষ্ট্রপতিকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
নেপালের রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, আইজিপি ড. বেনজীর আহমেদসহ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে নেপালের রাষ্ট্রপতি সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
সোমবার বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন বিদ্যা দেবী ভান্ডারী। এ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।
সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।
রাতে বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতির দেওয়া নৈশ ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বিদ্যা দেবী। এ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নেবেন।
বাংলাদেশে এটিই প্রথম নেপালের কোনো রাষ্ট্রপতির আনুষ্ঠানিক সফর। নেপালের রাষ্ট্রপতির ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ২৩ মার্চ বিকেলে নেপালের রাষ্ট্রপতি ঢাকা ত্যাগ করবেন।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এমইউএম/এসআই