ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মাস্ক না পরায় ছাগলনাইয়ায় ২৮ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
মাস্ক না পরায় ছাগলনাইয়ায় ২৮ জনকে জরিমানা

ফেনী: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে ফেনীতে মাঠে ফের সক্রিয় হয়েছে প্রশাসন।

এরই অংশ হিসেবে সোমবার (২২ মার্চ) জেলার ছাগলনাইয়া উপজেয়ায় অভিযান চালিয়ে মাস্ক না পরায় ২৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ছাগলনাইয়া পৌর শহরের জমাদ্দার বাজারে বেলা ১২ টা থেকে দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম বাংলানিউজকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পরায় ২৮ জনকে পৃথক ২৮টি মামলায় মোট ৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

দোকান মালিক ও কর্মচারীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, মাস্ক পরা ব্যতীত কেউ দোকানে এলে বেচা-কেনা করবেন। করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় নিয়মিত মাস্ক পরিধানের ওপর অভিযান অব্যাহত থাকবে। এছাড়া নিজের এবং পরিবারের সুস্থতার কথা চিন্তা করে মাস্ক পরা উচিৎ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।