ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
ধামরাইয়ে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে মাছ ধরাকে কেন্দ্র করে মো. আব্দুল কাদের ফকির (৬০) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে পারভেজ নামে এক যুবেকের বিরুদ্ধে। ঘটনার পরে  পালিয়ে গেছে যুবকটি।

সোমবার (২২ মার্চ) দুপুরে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের বহুতকুল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. আব্দুল কাদির ফকির ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের বহুতকুল গ্রামের বাসিন্দা। অভিযুক্ত পারভেজ একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিক রহমান বাংলানিউজকে জানান, দুপুরে মাছ ধরাকে কেন্দ্র করে আব্দুল কাদির ও পারভেজের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আব্দুল কাদিরের গলা চেপে ধরে পারভেজ। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে ঘঠনার পরপরই পালিয়ে যায় পারভেজ।  

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।