ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালাম বইসহ মো. মোসাদ্দেক নামে এক নিকাহ রেজিস্টারকে আটক করা হয়েছে।
সোমবার (২২ মার্চ) দুপুরে শহরের কাউতলী এলাকার একটি হোটেল থেকে তাকে আটক করে জেলা কাজী সমিতি।
জেলা কাজী সমিতির সভাপতি মো. ইয়াহিয়া মাসুদ জানান, দুপুরে কাউতলী এলাকার একটি হোটেলে বিয়ে রেজিস্ট্রি করতে গেলে অবৈধ বালাম বই ও ফরমসহ তাকে হাতে নাতে ধরে জেলা রেজিস্টার কার্যালয়ে নিয়ে আসা হয়।
এ বিষয়ে জেলা রেজিস্টার সরকার লুৎফুর রহমান জানান, অবৈধ বালাম বই ও ফরম রাখার জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
আরএ