ঢাকা: সুনামগঞ্জের শাল্লায় সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনা তদন্তে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাসের যৌথ উদ্যোগে জাতীয় তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (২২ মার্চ) বিকেলে এক আন্তর্জাতিক ওয়েবিনারে সংগঠন দু’টির পক্ষ থেকে এ কমিশন গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
৭ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিশনের সদস্য হচ্ছেন- বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক (চেয়ারপারসন), ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ফজলে হোসেন বাদশা, মানবাধিকার নেত্রী অ্যারোমা দত্ত, নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও ব্যারিস্টার তুরিন আফরোজ (সদস্য সচিব)।
এই কমিটি আগামী এক মাসের ভেতর সরেজমিনে তদন্ত করে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদন দেবে।
নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার।
আলোচনায় অংশ নেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলন-এর সভাপতি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, মুক্তিযুদ্ধে শহীদ ভাষাসংগ্রামী ধীরেন্দ্রনাথ দত্তের পৌত্রী সমাজকর্মী অ্যারোমা দত্ত, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মানবাধিকার নেতা উষাতন তালুকদার, নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার নেতা সাংবাদিক মতিয়ার চৌধুরী, সিলেট জেলা শাখার আহ্বায়ক সুব্রত চক্রবর্ত্তী জুয়েল, সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল তুহিন এবং নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল।
ওয়েবিনারের শুরুতে ১৭ মার্চ সুনামগঞ্জের হামলার ভিডিও প্রতিবেদন প্রদর্শিত হয়।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
আরকেআর/এএ