ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বাবার আছাড়ে প্রাণ গেল শিশু কন্যার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
বাগেরহাটে বাবার আছাড়ে প্রাণ গেল শিশু কন্যার

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে পারিবারিক কলহের জেরে রাইসা আক্তার (আড়াই বছর) নামে শিশু কন্যাকে আছড়ে মেরে ফেলেছেন তার বাবা।  

সোমবার (২২ মার্চ) রাতে মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে ঘাতক বাবা হুমায়ুন সরদার পলাতক রয়েছেন।

রাইসা আক্তার উদয়পুর গ্রামের হুমায়ুন সরদারের মেয়ে। হুমায়ুন সরদার বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, পারিবারিক কলহের জেরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাইসাকে আছাড় দেন তার বাবা সেনা সদস্য হুমায়ুন সরদার। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বাবা হুমায়ুন।

খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হুমায়ুনকে আটকে পুলিশ অভিযান শুরু করেছে।
 
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।