ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জের ল্যাবে পিসিআর মেশিন নষ্ট, নমুনা সংগ্রহ সীমিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
নারায়ণগঞ্জের ল্যাবে পিসিআর মেশিন নষ্ট, নমুনা সংগ্রহ সীমিত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের খানপুর ৩শ শয্যাবিশিষ্ট করোনা হাসপাতালের একমাত্র পিসিআর মেশিনটি নষ্ট হয়ে যাওয়ায় বিড়ম্বনায় পড়ছেন নমুনা দিতে আসা সম্ভাব্য রোগীরা। তবে কর্তৃপক্ষ বলছে এতে তেমন কোন সমস্যা হবে না এবং বিকল্প উপায়ে নমুনা পরীক্ষা করানো হবে।

 

সোমবার (২২ মার্চ) সকাল থেকেই পিসিআর মেশিনটি নষ্ট বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার। তবে মঙ্গলবারের মধ্যেই নতুন পিসিআর মেশিন হাসপাতালে আসবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।  

তিনি জানান, সকাল থেকেই মেশিনটি কিছুটা সমস্যা দিচ্ছে। আমরা আজকের নমুনা পাঠিয়েছি রূপগঞ্জের গাজী ল্যাবে। নমুনা সংগ্রহ কার্যক্রম আমরা বন্ধ করিনি। আশা করছি কাল নাগাদ আমরা নতুন মেশিন পাবো। ইতোমধ্যে আমরা যোগাযোগ করছি মেশিন আনার জন্য।  

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সামসুদ্দোহা সরকার সঞ্চয় জানান, মেশিনটি সমস্যা হওয়ায় আমরা কিছুটা বিপাকে পড়লেও নমুনা সংগ্রহ অব্যাহত আছে। তবে যেহেতু মেশিন আমাদেরটা নষ্ট এবং অন্য ল্যাব থেকে নমুনা পরীক্ষা করিয়ে আনতে হচ্ছে সেক্ষেত্রে সময় বেশি লাগে এবং কিছুটা বিড়ম্বনা হয়। আর তাই এ সমস্যা চলাকালীন আমরা আমাদের নমুনা সংগ্রহ সীমিত করবো। এখনো তো প্রতিদিন ৪শ’র বেশি নমুনা নেয়া হচ্ছে, এটি কাল থেকে মেশিন আসা পর্যন্ত অনধিক আড়াইশ করে নমুনা সংগ্রহ করা হবে। এর মধ্যে বিদেশগামী ও যাদের জরুরি প্রয়োজন তাদেরকেই অগ্রাধিকার দেয়া হবে।  

তিনি জানান, আমরা নতুন মেশিনের জন্য চেষ্টা করছি। আশা করছি চলতি সপ্তাহে আমরা নতুন মেশিন পেয়ে যাব।  

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।