ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
নারায়ণগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাঁদমারী বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় শতাধিক ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে।

 

সোমবার (২২ মার্চ) দিবাগত রাত ১২ টার পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরো ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ পরিচালনা আব্দুল্লাহ আল আরেফীন।

তিনি জানান, আগুনের সংবাদে ৭টি ইউনিট পৌছেছে। কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে বস্তি এলাকায় আগুন লেগেছে বলে নিশ্চিত হওয়া গেছে। সূত্রপাত কিংবা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনই বলা যাচ্ছে না।  

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।