ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাবা-মায়ের সাথে ছোট্ট শিশুটিও কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
বাবা-মায়ের সাথে ছোট্ট শিশুটিও কারাগারে প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে ভাড়াটিয়া হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদানকারী বাসার মালিক স্বামী-স্ত্রীর জামিন মেলেনি। আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

হত্যার দায় স্বীকার করে কারাগারে থাকা হানিফ তালুকদার ও তার স্ত্রী রোমানা আক্তারের পক্ষে সোমবার (২২ মার্চ) হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন প্রার্থনা করেন তাদের আইনজীবী। তখন বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, কারাগারে থাকা দম্পত্তির একটি প্রতিবন্ধী শিশু কন্যা তাদের আত্মীয়দের কাছে ও চার বছর বয়সী আরেক মেয়ে মায়ের সাথে কারাগারে রয়েছে। অভিযুক্তদের আইনজীবী ছোট্ট শিশুদের বিষয়টি মানবিক বিবেচনার বিষয়ে আদালতে উপস্থাপন করেছেন বলেও জানা গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সোহেল রানা শিশুটি মায়ের সাথে কারাগারে থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিচারক তাকে মায়ের সাথে কারাগারে থাকার আদেশ দিয়েছেন।

গত ১১ মার্চ হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকার ঝুঁপ থেকে নিজাম উদ্দিন নামে যুবকের মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ১৫ মার্চ নিহতের বাবা ইমাম উদ্দিন ৪ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেছিলেন।

এ মামলায় পুলিশ নিউ মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দা ও আমেরিকা প্রবাসী হানিফ তালুকদার এবং তার স্ত্রী রুমানাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেন। পরে হানিফ তালুকদার হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

স্বীকারোক্তিতে তিনি উল্লেখ করেছেন, গোপন ক্যামেরায় বাসার মালিক আমেরিকা প্রবাসী ও তার স্ত্রীর শয়নকক্ষের ভিডিও ধারণ করে প্রতারণা করায় ফুচকা হাউজের কর্মী নিজাম উদ্দিনকে ধরে নেয়া হয়। সেখানে মারপিটের কারণেই নিজামের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।