ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নবীগঞ্জে দুই চালকের ঝগড়ার পর যাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
নবীগঞ্জে দুই চালকের ঝগড়ার পর যাত্রীর মৃত্যু প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রী উঠানো নিয়ে ব্যাটারীচালিত ইজিবাইক ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে ঝগড়ার পর রশিক মিয়া (৫০) নামে এক যাত্রী মারা গেছেন।
 
সোমবার (২২ মার্চ) রাতে উপজেলার দাউদপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত রশিক মিয়া নবীগঞ্জের দরবেশপুর এলাকার বাসিন্দা। তিনি গ্রিস প্রবাসী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রশিক মিয়া সোমবার সন্ধ্যায় দাউদপুর সিএনজি অটোরিকশা স্ট্যান্ড থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে চরে দরবেশপুর গ্রামে নিজের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সিএনজি অটোরিকশার একজন চালক তাকে জোরপূর্বক ইজিবাইক থেকে নমিয়ে দিতে চান। তিনি বলেন, এ স্ট্যান্ড থেকে শুধু সিএনজি অটোরিকশাই যাত্রী নিবে। এনিয়ে দুই চালকের মধ্যে হাতাহাতি হলে স্থানীয়রা বিষয়টি মিমাংসা করেন।
 
কিছুক্ষণ পর রশিক মিয়া বাড়ি যাওয়ার পথে রাস্তায় অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। এনিয়ে মৃত ব্যক্তির স্বজনদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাদেরকে শান্ত করেছেন।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বাংলানিউজকে জানান, যাত্রী উঠানো নিয়ে দুই চালকের মধ্যে হাতাহাতি হয়। রশিক মিয়া কারো আঘাতে মারা গেছেন কি না এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রশিক মিয়া হৃদরোগে আক্রান্ত ছিলেন বলেও তিনি জানিয়েছেন।

বাাংলাদেশ সময়: ০৫৫৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।