ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চাচার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে ভাতিজার মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
চাচার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে ভাতিজার মৃত্যু

বরগুনা: সবকিছুই ঠিকঠাক চলছিল- আমন্ত্রিত অতিথিবৃন্দ আসছেন, ধর্মীয় কাজ শেষ পর্যায়ে, অপরদিকে খাবারের আয়োজন নিয়ে প্রস্তুতি। কে জানতো চাচার মৃত্যুর দিনেই ভাতিজার মৃত্যু হবে!

চাচা হরেন সরকারের মৃত্যুবার্ষিকীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাতিজা সুজিত সরকারের (৩২) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

সোমবার (২২ মার্চ) রাত ১১টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের পূর্ব ঘুটাবাছা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সুজিত সরকার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের সুধাংশু সরকারের ছেলে।

কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সগির হোসেন জানান, পূর্ব ঘুটাবাছা গ্রামের হরেন সরকারের মৃত্যুদিন ছিল। তার শ্রাদ্ধ অনুষ্ঠানের বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয় সুজিত। তাৎক্ষণিকভাবে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জি এম আকবর বলেন হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।