ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
গোপালগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবক আটক আটক যুবক

গোপালগঞ্জ: গোপালগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার সময় সাব্বির কাজী (১৮) নামে এক বখাটেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুর রহমান।

মঙ্গলবার (২৩ মার্চ) সকালে শহরের এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

সাব্বির কাজী শহরতলীর পুলিশ লাইন এলাকার ইসলাম কাজীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুর রহমান জানান, এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়। এসময় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার সময় বখাটে সাব্বিরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এসময় ওই কিশোরের সঙ্গে থাকা আরো কয়েকজন পালিয়ে যায়।

তিনি আরো বলেন, এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।