ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় পানিতে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
কলাপাড়ায় পানিতে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে নন্দিনী (৬) ও দেবরাজ (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

মঙ্গলবার (২৩ মার্চ) সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নন্দিনী নাচনাপাড়ার রনজিত মিস্ত্রির মেয়ে ও দেবরাজ দিলীপ মিস্ত্রির ছেলে।
স্থানীয়রা সূত্রে জানা জানায়, সকালে দিলীপ মিস্ত্রির স্ত্রী তার ছেলে দেবরাজকে নিয়ে রনজিতের বাড়িতে যান। এসময় নন্দিনী ও দেবরাজ বাড়ির সামনের পুকুর পাড়ে খেলতে যায়। খেলার সময় হঠাৎ দেবরাজ পুকুরে পড়ে গেলে তাকে ওঠাতে গিয়ে নন্দিনীও পড়ে যায়। পরে পুকুরে তাদের অচেতন অবস্থায় ভাসতে দেখে স্থানীয়রা শিশু দু’টিকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।