ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আটোয়ারীতে দুই মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
আটোয়ারীতে দুই মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- উপজেলার নামাজপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে জাহাঙ্গীর আলম (২২) ও কাঠালী পানপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে লাবু হোসেন (১৯)।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ মার্চ) দিনগত রাতে উপজেলার ফকিরগঞ্জ বাজারে অভিযান চালিতে মাদকসহ তাদের আটক করা হয়।  এসময় তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। এসআই দীপেন্দ্রনাথ সিংহয়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।