ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পুকুরে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
পুকুরে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পুকুরে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর তৃষ্ণা বৈষ্ণব (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামের মৃত মানিক বৈষ্ণবের মেয়ে তৃষ্ণা সোমবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে খেলতে গিয়ে নিখোঁজ হয়।

পরে তার খেলার সাথীদের মাধ্যমে পরিবারের স্বজনেরা জানতে পারেন খেলতে গিয়ে তৃষ্ণা বাড়ির পাশের পুকুরে পরে ডুবে যায়।  

স্বজনেরা পানিতে খুঁজে না পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও বরিশাল ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দল ১২ ঘণ্টা চেষ্টা চালিয়ে পুকুরে সেচ দিয়ে অবশেষে রাত এগারোটার দিকে তৃষ্ণার মরদেহ উদ্ধার করেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাজহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিশু তৃষ্ণার মরদেহ ওই সময়েই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।