ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটের বাজারে ৩০০ কেজির বাঘাইড়!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
সিলেটের বাজারে ৩০০ কেজির বাঘাইড়! সিলেটের বাজারে ৩০০ কেজির বাঘাইড়, ছবি: মাহমুদ হোসেন

সিলেট: সিলেটের কুশিয়ারায় ধরা পড়লো ৩শ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটির দাম হাঁকানো হচ্ছে সাড়ে তিন লাখ টাকা।

এককভাবে কেউ না নিলে মাছটি কেটে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।

নগরের লালবাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের কুশিঘাটের বাসিন্দা বিল্লাল মিয়া।
 
মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে মাছটি নগরের লালবাজারে বিক্রির জন্য তোলা হয়। এদিন বেলা ১১টার দিকে কুশিয়ারা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে বলে জানা যায়। সরেজমিনে দেখা যায়, বিশালাকারের বাঘাইড় মাছটি দেখতে লোকজন বাজারে ভিড় করছেন। অনেকে মাছটি একবার ছুঁয়েও দেখছেন।
 
সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থেকে আসা যুবক রিয়াজ উদ্দিন বলেন, এত বড় মাছ আমার বয়সে দেখিনি। আমার মতো অনেকে মাছটি দেখেছেন বলে মনে হয় না।
 
মাছের বিক্রেতা বিল্লাল মিয়া বাংলানিউজকে জানান, বিশালাকারের বাঘাইড় মাছটি ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে ধরা পড়েছে। বিক্রির জন্য মাছটি নগরের প্রধান মাছের আড়ত কাজিরবাজারে আনা হয়। সেখানে হোসেন আহমদের আড়ত থেকে মাছটি কিনে আনেন তিনি।
 
কত টাকায় মাছটি কিনে এনেছেন- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, মাছটি বিক্রির উপর তিনি কমিশন পাবেন। সে অনুপাতে বিক্রির জন্য সাড়ে ৩ লাখ টাকা দাম চাচ্ছেন। অবশ্য আড়াই থেকে তিন লাখ টাকা পেলে বিক্রি করে দেবেন। বিল্লাল মিয়া আরো জানান, মাছটি বিক্রি করতে না পারলে বুধবার (২৪ মার্চ) সকাল ১০টায় কেটে বিক্রি করবেন। কেটে বিক্রি করলে কেজি আড়াই থেকে তিন হাজার টাকায় বিক্রি হবে। এজন্য মাইকিং করা হবে। কেজি হিসেবে মাছ নিতে ইতোমধ্যে ২০ জন নাম লিখিয়েছেন।
 
খোঁজ নিয়ে জানা যায়, এরই মধ্যে গত বছরের ২৯ অক্টোবর সিলেটের ফেঞ্চুগঞ্জ হাকালুকি হাওরে জেলেদের জালে ধরা পড়ে এক জোড়া বাঘাইড়। এর আগে গত ৪ সেপ্টেম্বর কুশিয়ারায় ধরা পড়ে প্রায় চার মণ ওজনের বাঘাইড় মাছ। মাছটি নগরের লালবাজারে এনে কেটে আড়াই হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়।  এরও আগে ৭ এপ্রিল জকিগঞ্জ উপজেলার ডুবাইরচর গ্রাম সংলগ্ন নদীতে  এক জেলের জালে ধরা পড়ে আরেকটি বাঘাইড় মাছ। ওই মাছটিও কিনে সিলেট নগরের লালবাজারে তোলেন মাছ ব্যবসায়ী মখলিছ মিয়া। মাছটি এক হাজার ৫শ থেকে আড়াই হাজার কেজি দরে বিক্রি করেন।
 
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।