ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
বাগেরহাটে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরখাস্ত

বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম আবুবকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবুবকর সিদ্দিক বলেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে আদেশ না দেওয়া পর্যন্ত তার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।

তবে কি ধরণের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিস্কার করা হয়েছে এ বিষয়টি স্পষ্ট করেননি কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবুবকর সিদ্দিক।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।