ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ২০

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ২০ ছবি: ডিএইচ বাদল

ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে হামলা করেছে ছাত্রলীগ। এতে ছাত্রজোটের নেতাকর্মী ও সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকেল ৫টা থেকে পৌনে ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী টিএসসি থেকে মোদীবিরোধী মিছিল বের করে প্রগতিশাীল ছাত্রজোটের নেতা-কর্মীরা। মিছিলটি রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ ঘুরে টিএসসি এলাকায় আসে। সেখানে জনতা ব্যাংক ও ডাচ চত্বর এলাকার মধ্যবর্তী স্থানে এসে পৌঁছালে ছাত্রজোটের নেতা-কর্মীদের হাতে থাকা কুশপুতুল কেড়ে ছাত্রলীগের কর্মীরা কেড়ে নেওয়ার চেষ্টা করে।

প্রথম দফায় হামলার পর ডাচ চত্বর ও রোকেয়া হলের মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করেন ছাত্রজোটের কর্মীরা। পরে ডাচের স্ন্যাকস শপের সামনে থেকে আবার হামলা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেখানে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষের নেতা-কর্মীরা। এ সময় দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হতে থাকে।

হামলায় আহতরা হলেন—সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক প্রগতি বর্মন তমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, নিঝুম নাহার, ছাত্র ইউনিয়নের বহিষ্কৃত সহ-সাধারণ সম্পাদক মেঘ মল্লার বোস, শাহীনুর আক্তার সুমি ও জয় মামুন। এছাড়াও হামলায় কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হন।

হামলার বিষয়ে প্রগতিশীল ছাত্র জোটের আহ্বায়ক আল কাদেরী জয় বলেন, আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। ক্যাম্পাসে সেই আতঙ্ক এখনও বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।