ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রামপালে ট্রাকের চাপায় দিনমজুর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
রামপালে ট্রাকের চাপায় দিনমজুর নিহত

বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট বাজার এলাকায় ট্রাকের চাপায় দেবব্রত পাল (৪০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেবব্রত পালের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলায়।  

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামছুদ্দিন বলেন, ফয়লা বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন দেবব্রত। এ সময় মোংলা থেকে খুলনাগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।