ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে তুলার গুদামে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
রাজশাহীতে তুলার গুদামে আগুন আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে রাজশাহী মহানগরীর গণকপাড়া তুলাপট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তুলার গুদাম হওয়ায় সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ডাম্পিংয়ের কাজ করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ বলেন, আশপাশের অন্য তুলার গুদামে ছড়িয়ে পড়ার আগে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে তাদের প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। তবে তুলার নিচে আগুন থাকতে পারে এমন আশঙ্কায় গুদাম থেকে সব তুলা বের করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ডাম্পিংয়ের কাজ করেন বলেও জানান আবদুর রউফ।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বাংলানিউজকে বলেন, বৈদ্যুতিক শট সার্কিট হয়ে মহানগরীর গণকপাড়া তুলাপট্টির ‘শামীম বেড হাউস’ নামের ওই তুলার দোকানের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শামীম বেড হাউস লেপ, তোষক, গদি ও বালিশ তৈরির কাজ করে। দোকানের পাশেই এর গুদাম।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। বিকেল সাড়ে ৩টার দিকে গুদামের আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনার পর গুদাম মালিক মো. শামীম হোসেন দাবি করছেন এই অগ্নিকাণ্ডের ঘটনায় তার ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, তারা তদন্ত না করে এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারবেন না।

এজন্য আরও পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে তা জানানো হবে বলেও বলেন এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।