চাঁদপুর: চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের একটি বসতবাড়ি থেকে পাঁচ লাখ মিটার নিষিদ্ধ নতুন কারেন্ট জাল জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুরান বাজার ফাঁড়ি পুলিশ স্থানীয় কামাল খানের বাড়িতে অভিযান চালিয়ে ছয়টি বস্তায় থাকা এসব কারেন্টজাল জব্দ করে।
স্থানীয় লোকজন জানান, মার্চ-এপ্রিল দুই মাস জাটকা ধরা নিষিদ্ধ, তা সত্ত্বেও অসাধু ব্যবসায়ী কামাল খান নিষিদ্ধ ঘোষিত নতুন কারেন্ট জাল এনে জেলেদের কাছে বিক্রি করছিলেন এবং জাটকা ধরার জন্য সহায়তা করছিলেন। খবর পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে এ কারেন্ট জাল জব্দ করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যান কামাল।
তারা আরও জানান, দীর্ঘদিন ধরে শহরের পুরান বাজার ফলপট্টি এলাকার ব্যবসায়ী সুমন ও উত্তম মুন্সিগঞ্জ থেকে কারেন্টজাল এনে কামাল খানের দোকানে ও বসতবাড়িতে রেখে বিক্রি করে আসছিলেন।
পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, বহরিয়া লক্ষ্মীপুর ও হরিণা এলাকার জেলেদের কাছে নতুন কারেন্ট জাল বিক্রি করার খবর শুনে কামাল খানের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কামাল খান পালিয়ে যান। কামাল খানের বসতঘর ও দোকানে অভিযান চালিয়ে পাঁচ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এসআই