ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে দেশে বীর মুক্তিযোদ্ধাদের নামের একটি তালিকা প্রকাশ করেছে সরকার। প্রথম পর্যায়ের এই তালিকায় এক লাখ ৪৭ হাজার ৫শ ৩৭ জন বীর মুক্তিযোদ্ধার নাম চূড়ান্তভাবে তালিকাভুক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল ৪টায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মুক্তিযোদ্ধার তালিকার শুরুতেই রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। এরপর রয়েছে জাতীয় চার নেতা-সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান।
পরে বিভাগওয়ারির হিসাব দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৩৭ হাজার ৩৮৭ জন, চট্টগ্রামে ৩০ হাজার ৫৩ জন, খুলনায় ১৭ হাজার ৬৩০ জন, রংপুরে ১৫ হাজার ১৫৮ জন, রাজশাহীতে ১৩ হাজার ৮৮৯ জন, বরিশালে ১২ হাজার ৫৬৩ জন, ময়মনসিংহে ১০ হাজার ৫৮৮ জন এবং সিলেট বিভাগে ১০ হাজার ২৬৪ জন মুক্তিযোদ্ধার নাম রয়েছে।
তালিকা প্রকাশের বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি ৫০ বছরের মধ্যে ৩০ বছরই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছে। রাজাকার, আলবদর, আল শামসসহ স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসিত করেছে এবং অমুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আমরা যথাযথ প্রক্রিয়ায় তৃণমূল থেকে তদন্তের মাধ্যমে যাচাই-বাছাই করে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্তকরণের কাজ করছি। বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম পর্যায় প্রকাশ করছি।
**প্রথম ধাপে ১৯১ শহীদ বুদ্ধিজীবীর নাম ঘোষণা
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
ডিএন/এএটি