ঢাকা: পরিকল্পিতভাবে ইউনিয়ন পরিষদের উন্নয়ন করার ক্ষেত্রে সুনির্দিষ্ট মাস্টার প্ল্যান প্রস্তুত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার (২৫ মার্চ) জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটি সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম, মো. মসিউর রহমান রাঙ্গা, রেবেকা মমিন, মো. শাহে আলম, মো. ছানোয়ার হোসেন এবং আব্দুস সালাম মূর্শের্দী উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে ৭ম বৈঠকের কার্যবিবরণী সর্ব সম্মতিক্রমে নিশ্চিত করা হয়।
কমিটিতে ৭ম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা হয় এবং সিদ্ধান্তসমূহ দ্রুততম সময়ে বাস্তবায়নের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে আমার গ্রাম আমার শহর এর কার্যক্রম বাস্তবায়নের হালনাগাদ তথ্য আগামী সভায় প্রেজেন্টেশন আকারে উপস্থাপনের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বাংলাদোশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এসকে/এইচএডি