নাটোর: মুখে মাস্ক পরিধান না করার দায়ে নাটোরে শহরে ২৭ জনকে পাঁচ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এদের প্রত্যেককে ২০০ টাকা করে মোট পাঁচ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
করোনার সংক্রমণ রোধে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরটির বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমা খাতুন।
এ ব্যাপারে নাটোর জেলা প্রশাসক (ডিসি) মো. শাহরিয়াজ বাংলানিউজকে বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাস্ক ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান। জেলায় শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা পর্যায়েও অভিযান পরিচালনা করা হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এসআরএস