ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

কাজিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
কাজিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে কাজিপুর উপজেলায় পানিতে ডুবে সুমাইয়া খাতুন (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নে বিলচতল গ্রামে এ ঘটনা ঘটে।

সুমাইয়া ওই গ্রামের ছক্কামাল ওরফে বক্কার আলীর মেয়ে।  

স্থানীয়রা জানান, বিলচতল গ্রামের পূর্বে একটি ড্রেজার ও মেঘাই ঘাটের পাশে আরও একটি ড্রেজার স্থাপন করে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন বালু ব্যবসায়ীরা। এসব বালু উত্তোলনে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ওই এলাকার বাড়িগুলোর পাশে পানি জমে যায়। বিকেলে সুমাইয়াসহ আরও তিনটি শিশু বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে সুমাইয়া জমে থাকা ওই পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বাংলানিউজকে জানান, অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

এ ব্যাপারে কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবিএম আরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, নির্ধারিত স্থানের পরিবর্তে বিলচতল এলাকায় দুপুরে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে বালু ব্যবসায়ীরা পালিয়ে গেলেও ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের অনেক পরে একটি শিশু মৃত্যুর খবর পাওয়া যায়।  

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।