ফেনী: ফেনী গার্লস ক্যাডেট কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বাণী পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫মার্চ) রাতে কলেজর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল মোতালেব।
কলেজের অধ্যক্ষ রতন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক আবুল মনসুর, এনসিও প্রশিক্ষক কর্পোরাল মোঃ সিরাজুল ইসলাম,ওয়ার্কসপ ইন্সট্রাক্টর (আইসিটি) শেখ মারিদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করে কলেজের ক্যাডেট মুনতাহীনা, রাস্ট্রপতি আবদুল হামিদের বাণী পাঠ করেন ক্যাডেট হুসনা।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল মোতালেব তার যুদ্ধদিনরে স্মৃতি রোমন্থন করেন। কলেজে একাদশ শ্রেণীতে পড়ুয়া একজন কিভাবে রনাঙ্গনের লড়াকু সৈনিক হয়ে উঠলেন সে গল্প শোনান সমবেতদেরকে। দীর্ঘ এ ঘন্টার তার এই স্মৃতিচারণে উঠে আসে ১৯৭১ সালে সংগঠিত যুদ্ধের প্রেক্ষাপট। তিনি সুনিপুন ভাবে আলোচনা করেন তার যুদ্ধের অভিজ্ঞতা। ফেনীর বিভিন্ন এলাকায় কিভিাবে যুদ্ধ সংগঠতি হয়েছে, কারা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে সবই উঠে এসেছে তার বক্তব্যে।
তিনি বলেন, বাবার চিঠি পেয়ে যুদ্ধে গিয়েছিলাম। মুক্তিযোদ্ধা বাবা চেয়েছিলেন তার ছেলেও দেশের জন্য যুদ্ধ করুক। একবারও চিন্তা করিনি বেচে ফিরব। দেশের জন্য প্রাণ দিয়ে স্বাধীনতা ঘরে তুলবো- এ প্রয়াস নিয়ে যুদ্ধের ময়দানে ঝাপিয়ে পড়েছিলাম। মহান আল্লাহ বিজয় দিয়েছেন, স্বাধীনতাও দিয়েছেন আবার ঘরেও ফিরতে পেরেছি। তিনি আরও বলেন, স্বাধীনতার পরেও আমরা বসে থাকিনি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নির্দেশে দেশ গঠনে লেগে পড়েছিলাম। সে পথে এখনও হাটছি। আশা করছি খুব শীঘ্রই উন্নত রাস্ট্রের কাতারে নাম লেখাবেন।
অধ্যক্ষ অধ্যক্ষ রতন কুমার সরকার তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধারা অনেক ত্যাগের মধ্যদিয়ে স্বাধীনতা এনেছেন। আমাদের সবার উচিৎ দেশ প্রেমের মাধ্যমে তার যথাযথ মূল্যায়ণ করা।
বাংলাদেশ সময়: ০২০০, ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এসএইচডি/এমএমএস