গাজীপুর: গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় একটি তিন তলা ভবন হেলে পড়েছে।
এ ঘটনায় শুক্রবার (২৬ মার্চ) দিনগত রাত ১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বাংলানিউজকে জানান, টঙ্গীর এরশাদ নগর এলাকায় একটি তিন তলা ভবনের পাশ দিয়ে ড্রেন নির্মাণ করা হচ্ছে। ড্রেনের মাটি খনন করার সময় ওই ভবনের নিচ থেকে মাটি সরে গেছে। এতে ভবনটি একপাশে হেলে পড়ে। ভবনটির পাইলিং বেশি ছিল না। এছাড়া পরিকল্পিতভাবে ভবনটি নির্মাণ করা হয়নি। এর ফলে ভবনটি হেলে পড়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই ভবনটি ধসে পড়তে পারে তাই ভবন মালিককে ভবনটি ভেঙে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি জানান, ভবনটির নিচ তলায় বিভিন্ন দোকান এবং দ্বিতীয় তলা এবং তৃতীয় তলায় বাসাবাড়ি।
বাংলাদেশ সময়: ১০১৬ মার্চ ২৭, ২০২১
আরএস/আরআইএস