ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী মন্দিরে পৌঁছেছেন। শনিবার (২৭ মার্চ) সকাল ১০টায় হেলিকপ্টারে করে তিনি সাতক্ষীরা পৌঁছান।
নরেন্দ্র মোদী শুক্রবার (২৬ মার্চ) দুই দিনের সফরে ঢাকা আসেন। সফরের প্রথম দিন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। সফরের দ্বিতীয় দিন শনিবার (২৭ মার্চ) সকালে সাতক্ষীরা পৌঁছেছেন নরেন্দ্র মোদী। তিনি শ্যামনগরে যশোরেশ্বরী মন্দির পরিদর্শনে গেছেন। সেখানে তিনি প্রার্থনা করবেন। একইসঙ্গে হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে মতবিনিময় করবেন।
সাতক্ষীরা সফর শেষে সেখান থেকে মোদী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখান থেকে কাশিয়ানির ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের মন্দির পরিদর্শন করবেন। এই মন্দির পরিদর্শন শেষে মতুয়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। তারপর হেলিকপ্টারে করে ঢাকায় ফিরবেন।
ঢাকায় ফিরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন মোদী। শনিবার সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে নরেন্দ্র মোদী শুক্রবার (২৬ মার্চ) দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
টিআর/আরএ