ঢাকা: রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের একটি বাসায় এয়ার কন্ডিশনার (এসি) মেরামতের সময় ভবন থেকে পড়ে আল আমিন বয়াতি (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নাজিমউদ্দিন রোডের নবাব বাগিচা ৯/জি নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
আলআমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মানিক জানান, নাজিমউদ্দিন রোডের নবাব বাগিচা ৯/জি নম্বর ভবনের ছয়তলায় ভাড়া থাকেন তিনি। সকালে তার বাসার এসি মেরামতের জন্য আসেন আলআমিন ও হেলপার শাহিন। ভবনের ছয়তলার ছাদ থেকে রশি বেয়ে পাঁচতলার বাহির পাশের এসি মেরামত করতে নামার সময় সেখান থেকে নিচে পড়ে যান আলআমিন। পরে মুমূর্ষূ অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, আলআমিনের মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
এজেডএস/আরআইএস