ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নমিতা ঘোষের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
নমিতা ঘোষের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা বিশিষ্ট সঙ্গীত শিল্পী নমিতা ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৭ মার্চ) এক শোক বার্তায় তিনি পরলোকগত নমিতা ঘোষের পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া অপর এক বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নমিতা ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

দুপুর ১টায় রাজধানীর শাঁখারি বাজার শণি মন্দির প্রাঙ্গণে নমিতা ঘোষকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রয়াতের মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হবে।  

** চলে গেলেন মুক্তিযুদ্ধের প্রেরণাদাত্রী শিল্পী নমিতা ঘোষ

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।