ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মালিবাগে যাত্রীবাহী বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
মালিবাগে যাত্রীবাহী বাসে আগুন ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মালিবাগের রেলগেট পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে বাসটিতে আগুন লাগার কারণ জানা যায়নি।

শনিবার (২৭ মার্চ) দুপুরের দিকে তুরাগ পরিবহনের ওই বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় পুলিশ সদস্যরা দ্রুত পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।

আগুন লাগার পর যাত্রীরা বাসের জানালার গ্লাস ভেঙে নেমে যান। আতঙ্কিত হয়ে লাফিয়ে নামতে গিয়ে কয়েকজন আঘাত পেয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি।

ডিএমপির হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আলিম জানান, শনিবার দুপুর ১২টার দিকে উত্তরাগামী তুরাগ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় স্থানীয়দের নিয়ে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।

অনেকে আতঙ্কে গাড়ির জানালা ভেঙে লাফিয়ে নামতে গিয়ে সামান্য আঘাত পেয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি। এটা নাশকতা না দুর্ঘটনা তা জানার চেষ্টা চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।