মৌলভীবাজার: মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা) আসনের সংসদ সদস্য সুলতান মনসুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকাস্থ নিজ বাসায় আইসোলেশনে আছেন।
শনিবার (২৭ মার্চ) মৌলভীবাজার সিভিল সার্জন ডা. চৌধুরী জামাল উদ্দীন মুর্শেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত জানিয়েছেন।
তিনি বলেন, সকালে ঢাকার একটি বেসকারি হাসপাতালে করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে। নিজ বাসায় থেকে তিনি চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সুলতান মনসুর জয়যুক্ত হয়েছেন।
জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে ডা. চৌধুরী জামাল উদ্দীন মুর্শেদ বলেন, গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় করোনা সংক্রমণজনিত রোগীর সংখ্যা ৪৩ জন পাওয়া গেছে। প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে আছেন।
মৌলভীবাজারে করোনা আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হয় গত ৫ এপ্রিল। সেই থেকে এখন পর্যন্ত ২ হাজার ৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ২৩ জন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
বিবিবি/আরবি