ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

দুর্গম এলাকায় সুপেয় পানি সরবরাহ করলো সেনাবাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
দুর্গম এলাকায় সুপেয় পানি সরবরাহ করলো সেনাবাহিনী দুর্গম এলাকায় সুপেয় পানি সরবরাহ করলো সেনাবাহিনী। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দাদের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করেছে সেনাবাহিনী।

শনিবার (২৭ মার্চ) সকালে দীঘিনালার রির্জাভ ছড়া, জোড়াব্রীজ, সীমানা পাড়া ও নয় মাইল এলাকায় তীব্র পানি কষ্টে থাকা বাসিন্দাদের সুপেয় পানি সরবরাহ শুরু করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শুষ্ক মৌসুমে এসব পাহাড়ি গ্রামে ঝিরি, ঝরনা, কুয়োর পানি শুকিয়ে যাওয়ায় তীব্র পানির সংকটে থাকে। অনেকে দূষিত পানি পান করায় বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়। পানীয় জলের সংকট কবলিত এসব এলাকায় চারটি পানির ট্যাংক স্থাপন করা হয়। এসব ট্যাংকে প্রতিদিন সেনাবাহিনীর পক্ষ থেকে পানি সরবরাহ করা হবে। স্থানীয় বাসিন্দারা এসব ট্যাংক থেকে পানি সংগ্রহ করবে।

সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে খুশি স্থানীয় পাহাড়িরাও।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।