ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন হাসিনা-মোদী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
আশুগঞ্জে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন হাসিনা-মোদী স্বাধীনতা যুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মরণে আশুগঞ্জে স্মৃতিস্তম্ভ

ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।  

শনিবার (২৭ মার্চ) বিকেলে আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে যৌথভাবে এ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জানা গেছে, ভারতের মিত্র বাহিনীর যে সদস্যরা বাংলাদেশে জীবন দিয়েছেন, তাদের স্মরণে এই প্রথম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত হচ্ছে এই স্মৃতিস্তম্ভটি। ১৯৭১ সালের ০৯ ডিসেম্বর আশুগঞ্জে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে মিত্র বাহিনীর ৭০ জনের বেশি সেনা শহীদ হন। সে কারণে দিনটি পালিত হয় ‘আশুগঞ্জ ট্র্যাজেডি’ দিবস হিসাবে। মিত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মরণে আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য ২০১৭ সালেই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ১৬ কোটি ৩০ লাখ টাকার একটি প্রকল্প পাস হয়। কিন্তু জমি পেতে দেরি হওয়ায় প্রকল্পের বাস্তবায়ন বিলম্বিত হয়। জমি পাওয়ার পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে মেয়াদ বাড়িয়ে প্রকল্প সংশোধন করা হয়।  

বর্তমানে প্রকল্পটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ২০ লাখ টাকা। ২০২৩ সালে জুন শেষ হবে নির্মাণ কাজ।  

এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) অরবিন্দ বিশ্বাস বাংলানিউজকে বলেন, বিকেল ৫টার দিকে ঢাকা থেকে যৌথভাবে দু’দেশের প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরইমধ্যে নির্ধারিত প্রকল্পের জায়গাটিতে তথ্য সহকারে সাইন র্বোড স্থাপন ও লাল পতাকা টাঙানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।