গাজীপুর: গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর এলাকায় দেয়ালের নিচে চাপা পড়ে মো. কায়েছ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ মার্চ) দুপুরে এ ঘটনাটি ঘটেছে।
নিহত কায়েছ হবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর বড়বাড়ি এলাকার আক্কাছ আলীর ছেলে।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, টঙ্গীর আরিচপুর এলাকায় একটি সীমানাপ্রাচীর ধসে পড়ে। এসময় পাশেই থাকা কায়েছ ওই দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। এসময় তাকে উদ্ধার করে স্থানীয়রা টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক কায়েছকে মৃত ঘোষণা করেন।
কায়েছ তার পরিবারের সঙ্গে টঙ্গী এলাকায় বাসা ভাড়া থেকে একটি স্কুলে চতুর্থ শ্রেণির ছাত্র ছিলো। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
আরএস/কেএআর