গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকা থেকে ৩২৫ বোতল বিদেশি ফেনসিডিলসহ মো. শরিফুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২৭ মার্চ) ভোরে গাজীপুর র্যাব-১ সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক শরিফুল জয়পুরহাটের পাঁচবিবি থানার পশ্চিম রামচন্দ্রপুর মনিপুর এলাকার মো. আব্দুল মজিদের ছেলে।
শনিবার (২৭ মার্চ) দুপুরে গাজীপুর র্যাব-১ এর লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।
তিনি জানান, পিকআপে ফেনসিডিলের একটি চালান গাজীপুরে আসছে এমন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এসময় পিকআপটি চেকপোস্টের কাছে আসলে তা থামানো হয়। পরে পিকআপ থেকে ৩২৫ বোতল বিদেশি ফেনসিডিল উদ্ধার করা হয়। পিকআপটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
আরএস/কেএআর