ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে ১৩০ মণ জাটকা জব্দ, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
মুন্সিগঞ্জে ১৩০ মণ জাটকা জব্দ, আটক ২ মুন্সিগঞ্জে পৃথক অভিযানে ১৩০ মণ জাটকা জব্দ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর ও টঙ্গিবাড়ী উপজেলায় পৃথক অভিযানে ১৩০ মণ (৫ হাজার ২০০ কেজি) জাটকা জব্দ করেছে নৌ-পুলিশের সদস্যরা। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

 

শনিবার (২৭ মার্চ) বিকেলে মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন খান বাংলানিউজকে এ তথ্য জানান।

আটক দু’জন হলেন- ট্রাকচালক শাহিন শিকদার (৩২) ও সিএনজি চালিত অটোরিকশা চালক মো. মিরাজ (২২)।

ওসি মো. কবির হোসেন খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৬ মার্চ) দিনগত রাতে টঙ্গিবাড়ীর বেতকা চৌরাস্তায় ও শনিবার ভোরে সদরের মুক্তারপুর সেতুর টোলপ্লাজায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে বেতকা চৌরাস্তায় ঢাকাগামী একটি ট্রাক থেকে পাঁচ হাজার কেজি জাটকা ও টোলপ্লাজায় ঢাকাগামী একটি অটোরিকশা থেকে ২০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক শাহিন ও অটোরিকশা চালক মিরাজকে আটক করা হয়। জব্দ জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও বেদে সম্প্রদায়ের মধ্যে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময় ১৭০৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।