টাঙ্গাইল: বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় যোদ্ধারা যুদ্ধকালীন স্থান টাঙ্গাইল পরিদর্শন করেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফররত ভারতীয় সেনাদের একটি দল শনিবার (২৭ মার্চ) সকালে মুক্তিযুদ্ধের সময় জেলার কালিহাতী উপজেলার বানিয়াফৈর এলাকার ছত্রীসেনা অবতরণস্থল পরিদর্শন করেন।
মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) নারায়ণ শঙ্কর নারি’র নেতৃত্বে ৬৮ সদস্যের এই দলটিতে ৩০জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা (২৩ জন সস্ত্রীক) এবং ছয় জন চাকরির ভারতীয় সেনা কর্মকর্তা (পাঁচ জন সস্ত্রীক) এসব জায়গা পরিদর্শন করেন। এর আগে, সফরকারী দলটি বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঘাটাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসে পৌঁছায়।
পরে জিওসি ১৯পদাতিক ডিভিশন ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সস্ত্রীক তাদের স্বাগত জানান। প্রতিনিধি দলটি দুপুর ২টা ৩০ মিনিটে শহীদ সালাউদ্দিন সেনানিবাস থেকে আবার হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যায়।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
এনটি