ঢাকা: রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহ আলম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৭ মার্চ) দুপুরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহ আলমের বাড়ি কুমিল্লার লাকসামে। তিনি বর্তমানে খিলক্ষেত এলাকায় একটি মেসে থেকে মতিঝিলের দিলকুশায় আনোয়ার গ্রুপে ল্যান্ড সার্ভেয়ার হিসেবে কাজ করতেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী জানান, সকালে মতিঝিল শাপলা চত্বর এলাকায় সড়ক পার হচ্ছিলেন শাহ আলম। এ সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। চালকসহ ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
এজেডএস/আরবি