যশোর: যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদে ৭০০ টন কয়লাবোঝাই ‘এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২’ নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
শনিবার (২৭ মার্চ) বিকেলে রাজঘাট এলাকায় সাহারা গ্রুপের নিজ ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
এতে হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় কোটি টাকার ক্ষতির দাবি করেছে আমদানিকারক প্রতিষ্ঠান সাহারা গ্রুপ।
জানা গেছে, অস্ট্রেলিয়া থেকে আমদানি করা সাহারা গ্রুপের কয়লা মঙ্গলবার (২৩ মার্চ) মংলা বন্দরের হাড়বাড়িয়া থেকে ‘এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২’ জাহাজে লোড দেওয়া হয়। ৭৬৫ টন কয়লা নিয়ে ওই দিন অভয়নগরের নওয়াপাড়া নদী বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। বুধবার (২৪ মার্চ) রাতে কয়লাবোঝাই জাহাজটি নওয়াপাড়ার রাজঘাট এলাকায় সাহারা গ্রুপের নিজ ঘাটে নোঙ্গর করে। শনিবার সকাল থেকে জাহাজ থেকে কয়লা আনলোডের কাজ শুরু হয়। পরে জাহাজের তলদেশ দিয়ে হ্যাজে পানি ঢুকতে শুরু করে। এরপর মাত্র দেড় ঘণ্টার মধ্যে জাহাজটি ভৈরব নদে ডুবে যায়।
জাহাজের লস্কর মাহফুজ রহমান বাংলানিউজকে জানান, জাহাজে থাকা সকল স্টাফ নিরাপদে ঘাটে পৌঁছেছে।
এ ব্যাপারে সাহারা গ্রুপের নওয়াপাড়া অফিস ম্যানেজার রেদোয়ান বাংলানিউজকে বলেন, ডুবে যাওয়া পর্যন্ত ৫০ থেকে ৬০ টন কয়লা উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
ইউজি/কেএআর