নাটোর: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশের উত্তরণ উপলক্ষে নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।
শনিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শহরের স্বাধীনতা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়।
জেলা প্রশাসক শাহরিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্মা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার, অতিরিক্ত পুলিশ সুপার তারিক জুবায়ের, জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নাটোর জজ কোর্টের অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক সোহরাব হোসেন প্রমুখ।
এ বারের উন্নয়ন মেলায় সরকারি-বেসরকারি অন্তত ৯৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
এনটি