হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে মোদীবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ধ্বংসাত্মক কার্যকলাপের অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল বাংলানিউজকে জানান, শনিবার দুপুরে বিক্ষোভকারীরা শহরে আগুন দেয়। পুলিশকে আহত করে। ধ্বংসাত্মক কার্যকলাপের অভিযোগে ১০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়। তবে রাত ৮টা পর্যন্ত আটকদের পরিচয় শনাক্ত করা যায়নি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে শনিবার (২৭ মার্চ) দুপুরে বিএনপি ও ছাত্রদলের একদল কর্মী বিক্ষোভ-মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালায়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এতে বিক্ষোভকারীদের হামলার শিকার হয়ে পুলিশের একজন কনস্টেবল আহত হন। তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
এনটি