ঢাকা: সীমান্তে অনাকাঙ্ক্ষিত ‘ঘটনা’ বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাঠ পর্যায়ে (গ্রাউন্ড লেভেল) সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার (২৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি নিয়ে আলোচনা হয়।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী সীমান্তে ঘটনা বৃদ্ধির বিষয়টি উল্লেখ করেন এবং সীমান্তে দুঃখজনক ঘটনা কমিয়ে শূন্যে নামিয়ে আনতে যথাযথ ব্যবস্থা নিতে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে অনুরোধ করেন।
এর জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মাঠ পর্যায়ের (গ্রাউন্ড লেভেল) সহযোগিতা এ ধরনের ঘটনা বন্ধে সহায়তা করবে।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
এমইউএম/আরবি