ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় লাল মণ্ডল (৩৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের হাজী মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যার দিকে ওই বাজারের হাজী মার্কেটের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন লাল মণ্ডল। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শৈলকুপার লাঙ্গলবাঁধ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বদিউর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
এসআরএস